এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)
১২ নভেম্বর, ২০২৫, 10:21 PM
রাজারহাটের পাইকপাড়া স্কুলের খেলার মাঠ রক্ষায় মানববন্ধন
রাজারহাট উপজেলার পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রভাব নিয়ে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। তারা আশঙ্কা করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি নষ্ট হয়ে যাবে, যা তরুণ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল ৫০ জনের মতো তরুণ এই মাঠে খেলাধুলার অনুশীলন করে। আশেপাশের চারটি গ্রাম মিলিয়ে এটি একমাত্র খেলার স্থান। শিক্ষার্থীদের মতে, খেলার মাঠ হারালে তরুণরা অনলাইন জুয়া বা মাদকের দিকে ঝুঁকতে পারে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুহাম্মদ তোফায়েল আহমেদ, সবেক আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট। তিনি বলেন, “খেলার মাঠ নষ্ট হওয়া মানে তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। আমাদের স্লোগান হলো — ‘মাদক ছেড়ে খেলায় চল’, কিন্তু খেলার জন্য মাঠ না থাকলে তারা কোথায় যাবে?” তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, এই শেল্টার প্রকল্পটি অন্যত্র স্থানান্তরিত করার জন্য।
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন প্রত্যুষ বসুনিয়া, মেহেদী হাসান জীবন, মিলন মিয়াসহ আরও অনেকে।
মানববন্ধনটি বিকেল ৪টায় পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং এতে শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতি ব্যাপক ছিল।