এজাজ মাহমুদ মুজাহিদ (রাজশাহী)
০৮ নভেম্বর, ২০২৫, 1:07 AM
রাজশাহীতে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন
রাজশাহীর জিরোপয়েন্ট এলাকায় আজ শুক্রবার সকালে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শহরের বিভিন্ন স্কুলের শারীরিক শিক্ষা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এতে অংশ নেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই মানববন্ধনে শিক্ষকরা তাদের প্ল্যাকার্ডে লিখেছেন— “শারীরিক শিক্ষা বাদ মানে শিশু বিকাশে বাধা”, “শিক্ষা মানে শুধু বই নয়” ইত্যাদি স্লোগান।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বন্ধ করার সিদ্ধান্তে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে।
একজন শিক্ষক বলেন, “আমরা খেলাধুলা শেখাই শুধু আনন্দের জন্য না, এটা শিশুদের শৃঙ্খলা, দলবদ্ধতা আর আত্মবিশ্বাস শেখায়। এই পদ বাদ দিলে সেই সুযোগটাই হারিয়ে যাবে।”
শিক্ষার্থীরাও হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিল। তারা জানায়, শারীরিক শিক্ষা ক্লাস তাদের সবচেয়ে পছন্দের সময়। একজন নবম শ্রেণির শিক্ষার্থী বলে, “আমরা মাঠে খেলতে ভালোবাসি। স্যাররা আমাদের অনেক কিছু শেখান। আমরা চাই শারীরিক শিক্ষা ক্লাস যেন বন্ধ না হয়।”
মানববন্ধনে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারের কাছে দাবি জানান, প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহাল করতে হবে এবং শিক্ষাকে পূর্ণাঙ্গ করতে শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক রাখতে হবে।