তামিম হোসেন সবুজ (বেনাপোল)
১১ নভেম্বর, ২০২৫, 10:17 PM
নাভারণ মহিলা আলিম মাদরাসায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
"শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল " এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার সময় যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী নাভারণ মহিলা আলিম মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার উপাধাক্ষ্য মুনসুর রহমানে সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার অধ্যক্ষ আমিনুর রহমান।
অত্র মাদরাসার সহকারী শিক্ষক রকিবুল হাসানের সঞ্চালনা ও পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল জলিল, সহকারী শিক্ষিকা সালেহা খাতুন ও সুমাইয়া আফরোজ, শরীফা সুলতানা সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, মাদরাসার কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মা ও অভিভাবক সমাবেশে বক্তারা পুরাতন বছরকে পেছনে ফেলে আগামী নতুন বছরকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের জীবন ও মানোন্নয়নে করনীয় শীর্ষক আলোচনা ও দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।