হাসান আলী সোহেল (নাটোর)
১১ নভেম্বর, ২০২৫, 2:32 AM
নাটোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে
দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে সারাদেশের ন্যায় নাটোরেও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
সোমবার সকালে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় দিনের কর্মবিরতি চরছে। সকাল থেকে দেখা গেছে প্রাথমিকের শিক্ষকরা নিজ নিজ কর্মস্থলে এলেও তারা ক্লাসে যাননি। শিক্ষার্থীরা ক্লাসে এসে বসে থেকে গল্প করে অলস সময় পাড় করছে।
এর আগে গত শনিবার সন্ধ্যায় এ কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষকদের ৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠন। গতকাল রাতে আন্দোলন স্থগিত করলেও আজ সকাল থেকে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ আবার আন্দোলন শুরু করে সকাল থেকে এরই প্রেক্ষিতে নাটোরপ্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির চলছে।
৩ দফা দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই সময় পুলিশ লাঠি চার্জ করলে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।