সংবাদ শিরোনাম
কামরুজ্জামান বাবু (পোরশা)
১৪ জানুয়ারি, ২০২৬, 9:17 PM
নওগাঁয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মুহাম্মদ আবদুল করিম
নওগাঁর পোরশা উপজেলার সদরে অবস্থিত নিতপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবদুল করিমকে জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিন বলেন, এই সম্মান সকলের। বিশেষ করে আমার প্রিয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আসুন একসাথে শিক্ষা ও জ্ঞানের আলো ছড়িয়ে দেই।
এ সম্মান পাওয়ার জন্য মাননীয় সিনিয়র সহকারী সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সামসুল আলমসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানান তিনি।
সম্পর্কিত