নাজমুল আদনান (টাঙ্গাইল)
১৭ অক্টোবর, ২০২৫, 10:08 PM
ঘাটাইলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল হতাশাজনক
এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে ঘাটাইল উপজেলায় নেমে এসেছে হতাশার ছায়া। গত কয়েক বছরের তুলনায় এবারের সামগ্রিক ফলাফল অত্যন্ত খারাপ হওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে।
বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার উপজেলায় পাশের হার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং একইসাথে কমেছে সর্বোচ্চ গ্রেড (জিপিএ-৫) পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বছর ঘাটাইল উপজেলা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে পাস করেছে মাত্র ১০১৯জন জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫৫ জন। আলিম পরীক্ষার্থী ১৬৩ জন উত্তীর্ণ হয়েছে ৭৫জন A+ ৮ জন।
ফলাফলের এই অবনতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।
ধলাপাড়া কলেজের শিক্ষক মনিরুজ্জামান মনির জানান, ফলাফলের এই চিত্র আমাদের জন্য গভীর উদ্বেগের। হঠাৎ করে এমন ফলাফল আমাদের শিক্ষাব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুলেছে।
কোভিড-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনায় মনোযোগের অভাব, ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোনের প্রতি আসক্তি, রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়তা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়াশোনার চাইতে বেশি সময় দেওয়া যার ফলে ফলাফলে উপর এর প্রভাব ফেলেছে।
সন্তানদের এমন অপ্রত্যাশিত ফলাফলে হতাশ অভিভাবক মহল। ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের বাসিন্দা অভিভাবক মো. শহিদুল ইসলাম বলেন, "ছেলে-মেয়েদের ভালো ফলাফলের জন্য আমরা সব ধরনের চেষ্টা করি। কিন্তু ফল এমন খারাপ হওয়ায় আমাদের দুশ্চিন্তা বেড়ে গেল। কলেজের মানোন্নয়নে শিক্ষা বিভাগকে আরও কঠোর হতে হবে।"