ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগকে সমর্থন যোগানো শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ অবশেষে পদোন্নতির মুখ দেখলেন স্বৈরাচারী হাসিনা সরকারের রোষানলের শিকার মোঃ মনির হোসেন বড়লেখায় জোড়া খুনের মামলার আসামীর পরিবারের সংবাদ সম্মেলন নওগাঁয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মুহাম্মদ আবদুল করিম কালীগঞ্জে ২৫০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল শার্শায় "সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক চাঁদপুরে হাজীগঞ্জে মদিনা টাইলস্ এন্ড স্যানিটারীর উদ্বোধন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল পোরশায় নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

কালীগঞ্জ ক্যাডেট একাডেমীর ১০ বছর পূর্তি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২১ নভেম্বর, ২০২৫,  1:21 AM

news image

গাজীপুরের কালীগঞ্জ ক্যাডেট একাডেমীতে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্তিসহ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় এবং ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে একাডেমীর মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম খাঁন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম। যৌথ সঞ্চালনায় ছিলেন একাডেমীর সহকারী শিক্ষিকা ইতি রানী ও নাজনীন সুলতানা মিতু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোন্তাজ উদ্দিন মাষ্টার, পবীর কুমর মিত্র ভজন, সাবেক ছাত্রনেতা নাসিরুল ইসলাম ইমি, নোমান কিন্ডার গার্ডেনের পরিচালক কাজী মো. নোমান, কালীগঞ্জ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সহ-সভাপতি হাজী মো. শরিফ খাঁন, কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিক মিয়া এবং কালীগঞ্জ থানার উপপরিদর্শক হায়াতুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. মোতালিব ও মো. সোহরাব হোসেন, কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মাহমুদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক সাংবাদিক মো. শাহ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, পৌর যুবদল নেতা নাঈম, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বাহাউদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভাপতি সাইফুল ইসলাম খাঁন আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথি বলেন, “আমি অনুষ্ঠানে এসে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কোমলমতি শিক্ষার্থীরা অসাধারণ উপস্থাপনা করেছে, যা দেখে আমি মুগ্ধ হয়েছি। তাদের প্রতি রক্তিম শুভেচ্ছা জানাই। সুযোগ হলে আমরা কালীগঞ্জ ক্যাডেট একাডেমিকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করবো।” উৎসবমুখর এ আয়োজনে আনন্দ ও আবেগে বিদায় জানানো হয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের।