দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)
২৭ অক্টোবর, ২০২৫, 9:37 AM
করিমগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
কিশোরগঞ্জের করিমগঞ্জে কলেজ, মাদরাসা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
করিমগঞ্জ উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভায় সদস্যদের মতামতের ভিত্তেতে এ সিদ্ধান্ত হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অল্প বয়সী শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন চলে যাওয়ায় তারা পড়াশোনর প্রতি অনাগ্রহী হয়ে পড়ছে। অনেকেই অনলাইন গেম এ আসক্ত হয়ে সময় নষ্ট করছে।এতে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা নষ্ট হচ্ছে।
শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রবিবার, (২৬ অক্টোবর) সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন,শিক্ষার্থীরা যেন মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্ত হয়ে পড়াশোনায় মনোযোগী হয়, পরীক্ষায় ভালো ফলাফল হয় সেটাই আমাদের মূল লক্ষ্য। এ সিদ্ধান্ত কার্যকর করতে শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।