ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগকে সমর্থন যোগানো শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ অবশেষে পদোন্নতির মুখ দেখলেন স্বৈরাচারী হাসিনা সরকারের রোষানলের শিকার মোঃ মনির হোসেন বড়লেখায় জোড়া খুনের মামলার আসামীর পরিবারের সংবাদ সম্মেলন নওগাঁয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মুহাম্মদ আবদুল করিম কালীগঞ্জে ২৫০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল শার্শায় "সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক চাঁদপুরে হাজীগঞ্জে মদিনা টাইলস্ এন্ড স্যানিটারীর উদ্বোধন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল পোরশায় নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

সিলেট-৩ আসনের প্রার্থী মইনুল বাকরের সাথে সাংবাদিকদের মতবিনিময়

#

আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)

১৪ ডিসেম্বর, ২০২৫,  3:38 AM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী  সমাজসেবী মইনুল বাকর (১৩ ডিসেম্বর) শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাথে এক মতবিনিময় সভা করেছেন। 

মতবিনিময় সভায় গতকাল শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদী দুর্বৃত্তদের গুলীতে মারাত্মকভাবে আহত হওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ প্রকাশ করেছেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর বলেন, নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং পাশাপাশি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে জন্ম নেওয়া মইনুল বাকর বর্তমানে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের ডকল্যান্ডস এলাকায় বসবাসকারী এবং প্রযুক্তিপ্রতিষ্ঠান  ম্যাকনোমিক্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি তিনি বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান Apple-এর প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, মানুষের জন্য কাজ করা আমার শৈশব থেকেই একটি নেশা ও স্বপ্ন।স্বাধীনতার পর বাংলাদেশ প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে। আমি পরিবর্তনে বিশ্বাসী এবং একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমি “বাংলাদেশ বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন”-এর সিনিয়র উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিয়ে আসছি। রাস্তার পাশে পড়ে থাকা অসহায়, ক্ষুধার্ত ও পরিত্যক্ত মানুষের সেবা, চিকিৎসা, পুনর্বাসন, মরদেহ বহনের খাটিয়া সরবরাহ, ঘর নির্মাণসহ নানা মানবিক কর্মকাণ্ডে ফাউন্ডেশনটি কাজ করছে।

এছাড়াও আমাদের সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রাস্তা-ঘাট ও অবকাঠামো উন্নয়ন, মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এবং মহিলাদের দ্বীনি শিক্ষার প্রসারে নিজস্ব মাদরাসায় বিনামূল্যে পাঠদান চালু করেছি।আলহামদুলিল্লাহ! এসব মানবিক উদ্যোগ এখন আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত। আমি ধর্ম, বর্ণ, জাতি ও গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করেছি এবং আমৃত্যু করে যাব।

তরুণ সমাজের একটি বড় অংশ আজ বেকারত্বের অভিশাপে জর্জরিত। কর্মসংস্থানের অভাবে তারা কেউ ঋণ করে, কেউ সহায়-সম্পত্তি বিক্রি করে, কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে বিদেশে চলে যাচ্ছে উন্নত জীবনের আশায় যদি আমরা তাদের মেধা ও শ্রমকে দেশের ভেতরে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তবে শুধু তারাই নয়- তাদের পরিবার, সমাজ ও আমাদের দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী ও আত্মনির্ভর হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য “স্টার্টআপ সাপোর্ট ফান্ড” গঠনের মাধ্যমে আমি একটি “প্রোডাকটিভ ইয়ুথ নেটওয়ার্ক” গড়ে তুলতে চাই, যা দেশীয় অর্থনীতিতে নতুন গতি আনবে।

মইনুল বাকর আরো বলেন, তরুণ বয়স থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ১৯৯৬ সালের পর আমি আর কোনো রাজনৈতিক দলে বা নির্বাচনে অংশগ্রহণ করিনি। ২০০১ থেকে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আমি অংশ নেইনি; কারণ, তখনকার রাজনৈতিক অস্থিরতা, দলীয় প্রভাব, দুর্নীতি ও সুষ্ঠু নির্বাচনের অভাব আমাকে হতাশ করেছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে “নতুন বাংলাদেশ”-এর ধারণা আমাকে নতুন আশায় উজ্জীবিত করেছিল। ভেবেছিলাম পরিবর্তনের হাওয়া বইবে, কিন্তু দেখলাম— এখনো রাজনীতিতে দলবাজি, দুর্নীতি, চাঁদাবাজি ও ধর্মকে পুঁজি করে প্রতারণার রাজনীতি বহমান। তাই আমি মনে করি— এখন সময় এসেছে দল-মত নির্বিশেষে সৎ, নিরপেক্ষ ও দেশপ্রেমিক মানুষদের রাজনীতিতে যুক্ত হওয়ার। সবকিছু বিবেচনা করে আমি ঘোষণা দিচ্ছি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। 

বড় রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন জানি; কিন্তু আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। সমাজের জন্য, এলাকার মানুষের জন্য একজন “মইনুল বাকর” আছে— এই বিশ্বাসই আমার প্রেরণা।

তিনি বলেন, আমি নির্বাচিত হই বা না হই, আমার এলাকার গরিব, দুস্থ ও মেহনতি মানুষের পাশে সারাজীবন থাকব-মহান আল্লাহকে সাক্ষী রেখে এই অঙ্গীকার করছি। আমার শেষ ইচ্ছা-সবুজ-শ্যামল সিলেটের জন্মভূমিতেই যেন আমার শেষ নিঃশ্বাস পড়ে। 

এময় উপস্থিত ছিলেন ইউকে প্রবাসী কমিউনিটি নেতা ইয়াওর আহমদ, প্রাক্তন ইউপি সদস্য মোঃ আব্দুল লতিফ, বালাগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহ মোঃ হেলাল, মোঃ এমরান আহমদ, জাবির আহমদ, রাকিবুল হোসেন, লতিফুর রহমান উজ্জ্বল, হানিফ মিয়া ও আজিজ উদ্দিন।