ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দাম বাড়লো জ্বালানি তেলের, সোমবার থেকে কার্যকর পেশাদারিত্ব বজায় রেখে জনমনে আস্থা ফেরাতে হবে উপজেলার সিএ পদে চাকরি করে তিন মাসেই কোটিপতি ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গাজীপুরে নতুন পুলিশ সুপার শরিফ উদ্দিন কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: রাশেদ খাঁন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২২ বার খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার সরকার: আবু হানিফ

মৌলভীবাজার ক্রীড়া অফিসে চুরি

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৮ নভেম্বর, ২০২৫,  12:58 AM

news image

মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের প্রধান ফটকের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার ৬ই নভেম্বর দিবাগত রাতে মৌলভীবাজার কলেজ ষ্টেডিয়ামের (২য় তলায়) অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র রাখা ছিল তার মধ্যে ১টি কম্পিউটার ও ১টি আলমারীর তালা ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ জানান, প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে চোর। তার পরও অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নথিপত্র ও আলমিরার কাগজপত্র তছনছ করে রাখে।

তবে কি কি চুরি হয়েছে এটার বিষয়ে আগেই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, চোরেরা অফিসের ভিতরে থাকা ১টি আলমারির তালা ভেঙে ফেলে, জমানো থাকা সরকারী মালামাল নিয়েছে। কোন নথিপত্র নিয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি।

মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, জেলা ক্রীড়া অফিসে চুরির এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছে।