নিশাত শাহরিয়ার
২৬ ডিসেম্বর, ২০২৫, 6:06 PM
বিশ্বের ঐতিহাসিক ইনডোর স্টেডিয়াম মেডিসন স্কয়ার গার্ডেন
বিশ্বের কিংবদন্তি ভেন্যু হিসেবে পরিচিত মেডিসন স্কয়ার গার্ডেন। বিশ্বসেরা এই স্টেডিয়ামের রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং বহুমুখী ইনডোর অ্যারেনা। বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়াঙ্গন হিসেবে পরিচিত এই মেডিসন স্কয়ার গার্ডেন।
নিউ ইয়র্ক সিটির কেন্দ্রে অবস্থিত হওয়ায় এনবিএ, এনএইচএল, নিউ ইয়র্ক রেঞ্জার্সের মতো দলগুলোর হোম গ্রাউন্ড হিসেবে ব্যাপক পরিচিত মেডিসন স্কয়ার গার্ডেন। শুধু খেলাধুলা নয় বিশ্বমানের কনসার্ট এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিখ্যাত মেডিসন স্কয়ারে পারফর্ম করাকে জীবনের স্বপ্নপূরণ বলে মনে করেন বিশ্বের নামীদামী অনেক শিল্পী।
১৯৭১ সালের ৮ মার্চ কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী ও জো ফ্রেজিয়ারের প্রথম মুখোমুখি লড়াই 'ফাইট অফ দ্য সেঞ্চুরি'র ঐতিহাসিক ভেন্যু ছিল মেডিসন স্কয়ার গার্ডেন। এছাড়া ১৯৭৪ সালের ২৮ জানুয়ারি একই ভেন্যুতে মুখোমুখি হয়েছিলেন বিখ্যাত দুই বক্সার।
নিউইয়র্ক সিটির ম্যানহাটনের পেনসিলভানিয়া প্লাজায় অবস্থিত ম্যাডিসন স্কয়ার গার্ডেন। ১৯৬৮ সালে উদ্বোধন করা হয় বর্তমান ভবনটির। মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি জেমস ম্যাডিসন-এর নামানুসারে নির্মিত হয় বিখ্যাত এই স্টেডিয়াম। ইভেন্টের ধরনের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয় স্টেডিয়ামের আসন সংখ্যা।
বাস্কেটবলের জন্য প্রায় ১৯,৮১২ জন, আইস হকির জন্য ১৮,০০৬ জন এবং কনসার্টের জন্য ২০,০০০-এর বেশি মানুষ বসতে পারেন বিখ্যাত এই স্টেডিয়ামে। বিশ্বের নামকরা সংগীতশিল্পী এলভিস প্রেসলি, মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, টেলর সুইফট থেকে শুরু করে অনেকেই পারফর্ম করেছেন বিখ্যাত এই স্টেডিয়ামে। এছাড়াও রাজনৈতিক সম্মেলন, সার্কাসসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ঐতিহাসিক এই ভেন্যুতে।
১৯৭১ সালের পহেলা আগস্ট নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' ছিল ইতিহাসের প্রথম বড় মাপের চ্যারিটি কনসার্ট। যুদ্ধ চলাকালীন বাংলাদেশের শরণার্থী এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক আয়োজন।
ম্যাডিসন স্কয়ার গার্ডেন কেবল একটি স্টেডিয়াম নয়, এটি বিশ্ব সংস্কৃতি ও ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।