ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগকে সমর্থন যোগানো শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ অবশেষে পদোন্নতির মুখ দেখলেন স্বৈরাচারী হাসিনা সরকারের রোষানলের শিকার মোঃ মনির হোসেন বড়লেখায় জোড়া খুনের মামলার আসামীর পরিবারের সংবাদ সম্মেলন নওগাঁয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মুহাম্মদ আবদুল করিম কালীগঞ্জে ২৫০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল শার্শায় "সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক চাঁদপুরে হাজীগঞ্জে মদিনা টাইলস্ এন্ড স্যানিটারীর উদ্বোধন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল পোরশায় নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

বিজয় দিবস কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

#

নিশাত শাহরিয়ার

০৭ জানুয়ারি, ২০২৬,  1:47 PM

news image

বিজয় দিবস কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর প্রথম কোয়ার্টার ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে শেরেবাংলা এক্সপ্রেসকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফার্মগেট এফসি ক্লাব।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যে সাতটায় রাজধানীর শেরেবাংলা নগরের ফুল মার্কেট সংলগ্ন এইচ টাইপ মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে শেরেবাংলা এক্সপ্রেস বনাম ফার্মগেট এফসি ক্লাব। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে গড়ায় ম্যাচের ফলাফল। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি আর কৌতহলের চূড়ান্ত হিসেব মিলে ট্রাইবেকারে ফার্মগেট এফসি ক্লাবের জয়ের মধ্য দিয়ে।

শেরেবাংলা নগর যুব সংঘের পরিচালনায় এই ফুটবল টুর্নামেন্টে অত্র এলাকার বেশ কয়েকটি দল তাদের ফুটবল নৈপুণ্য প্রদর্শন করছে।

বিজয় দিবস কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন প্রসঙ্গে শেরেবাংলা নগর থানা ২৭ নং ওয়ার্ড বিএনপি'র যুগ্ম সম্পাদক এবং শেরেবাংলা এক্সপ্রেসের ফুটবলার জামাল হোসেন ইমাম বলেন, বর্তমান তরুণ সমাজকে নিয়মিত খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে পারলে তারা মাদক এবং নেশা থেকে নিজেদের বিরত রাখতে সক্ষম হবে। খেলাধুলা যেমন শরীরকে ভালো রাখে তেমনি সৃজনশীল চিন্তা চেতনায় তরুণ সমাজকে ধাবিত করে। সুশৃংখল জীবন যাপনে শরীর চর্চা এবং খেলাধুলার গুরুত্ব অনেক বেশি বলে মন্তব্য করেন বিএনপি নেতা জামাল হোসেন ইমাম। 

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে শেরেবাংলা নগর যুব সংঘ তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনার অংশ হিসেবে বিভিন্ন ধরনের গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করে আসছে। এলাকাবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে আগামী দিনে তাদের কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।