সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৫, 12:10 PM
প্রথম এভারেস্ট জয়ী দলের সদস্য কাঞ্চা শেরপার মৃত্যু
মারা গেলেন প্রথম এভারেস্ট আরোহনকারী দলের শেষ সদস্য কাঞ্চা শেরপা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৯২ বছর। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়েছে, সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়। ১৯৫৩ সালে এডমন্ড হিলারির নেতৃত্বে ঐতিহাসিক দলের সঙ্গে যখন তিনি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণ করেন তখন তার বয়স ছিলো মাত্র ১৯ বছর। ৩৫ সদস্যের ওই দলে তিনি পর্বতারোহীদের সহকারী হিসেবে যোগদান করেন। কারণ তার কোনো অভিজ্ঞতা ছিলো না।
দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা ওই কঠিন পথচলায় তিনি তার সঙ্গে তাঁবু, খাদ্য ও অন্য সরঞ্জাম বহন করে বেস ক্যাম্পে পৌঁছান। যা ৮ হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থিত। অন্যান্য নেপালি গাইডরা তাকে কিংবদন্তি ও নিজেদের জন্য অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেন। এরপর কাঞ্চচা আরও দুই দশক ধরে হিমালয় পর্বত আরোহীদের সহকারী হিসেবে কাজ করেছেন।
সম্পর্কিত