হাসান আলী সোহেল (নাটোর)
১০ নভেম্বর, ২০২৫, 3:56 AM
নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন তাইফুল ইসলাম টিপু
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী তালিকায় ফারজানা শারমিন পুতুলের নাম চূড়ান্ত করলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপু।
রোববার (৯ নভেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সরকারি পাইলট মডেল বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “যদি পুতুলের মনোনয়ন চূড়ান্ত করা হয়, তবে আমরা আর অপেক্ষা করব না—স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়ব। জনগণের ভালোবাসা আর নেতাকর্মীদের শক্তি নিয়েই মাঠে নামব।”
এ্যাড. টিপু অভিযোগ করে বলেন, “যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে কোথাও ছিলেন না। রাজপথে যারা ছিলেন, যারা দলের পতাকা বাঁচিয়ে রেখেছেন, তাদের বাদ দিয়ে একজন অনুপস্থিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এটা ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচার।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান আমার বাবার মতো, খালেদা জিয়া আমার মায়ের মতো এবং তারেক রহমান আমার ভাই ও নেতা। জিয়াউর রহমানের যতবার নাম নিয়েছি, ততবার আল্লাহর নাম নিলে জান্নাতের কাছাকাছি চলে যেতাম। অথচ আজ যিনি মনোনয়ন পাচ্ছেন, তিনি দলীয় নেতাদের নামও উচ্চারণ করেন না।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামীম সরকার ও যুবদল নেতা হানিফুর রহমান গেন্দাসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতাকর্মীরা দাবি করেন, মনোনয়ন প্রক্রিয়ায় মাঠের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের মূল্যায়ন করা না হলে তৃণমূলের ক্ষোভ আরও বৃদ্ধি পাবে, যা সংগঠনকে দুর্বল করে দেবে।