রকিবুল ইসলাম আফ্রিদি
২২ ডিসেম্বর, ২০২৫, 2:09 AM
ডিজিটাল ক্রিকেটে ইতিহাস গড়ল বিডিক্রিকটাইম
বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করেছে জনপ্রিয় স্পোর্টস প্ল্যাটফর্ম বিডিক্রিকটাইম। অফিসিয়াল প্ল্যাটফর্মে এক কোটি অনুসারীর মাইলফলক অর্জন উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের ক্রিকেট অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক স্মরণীয় মুহূর্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনজন সাবেক অধিনায়কের একসঙ্গে উপস্থিতি অনুষ্ঠানকে আলাদা মাত্রা প্রদান করে।
২০১৫ সালে যাত্রা শুরু করা বিডিক্রিকটাইম শুরু থেকেই ক্রিকেটভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ, বিশ্লেষণ ও তথ্যনির্ভর কনটেন্টের মাধ্যমে পাঠক-দর্শকদের আস্থা অর্জন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে ডিজিটাল মাধ্যমের পরিসর বাড়ার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে বিডিক্রিকটাইমের গ্রহণযোগ্যতাও। বর্তমানে এটি দেশের সবচেয়ে বড় ডিজিটাল ক্রিকেট প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যেখানে প্রতিদিন লাখো ক্রিকেটপ্রেমী যুক্ত থাকেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “এক থেকে শুরু করে আজ এক কোটি অনুসারী—এটা সহজ কোনো পথ নয়। তবে সংখ্যার সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। আপনারা কী দেখাচ্ছেন, কীভাবে ক্রিকেট তুলে ধরছেন, সেটার ওপর দেশের ক্রিকেট সংস্কৃতি অনেকটাই নির্ভর করবে।” তিনি নারী ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট এবং জেলা পর্যায়ের ক্রিকেট নিয়মিতভাবে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিডিক্রিকটাইমের সাংবাদিকদের পেশাদারিত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে বিসিবি সভাপতি এবং খালেদ মাসুদ পাইলট প্রশংসাপত্র তুলে দেন। এ সময় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিডিক্রিকটাইম পরিবারকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
বিডিক্রিকটাইমের প্রতিষ্ঠাতা ও এডিটর ইন চিফ মো. জাবেদ আলী পাঠক-দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ক্রিকেটের সঙ্গে থাকার স্বপ্ন থেকেই আমাদের পথচলা শুরু। আজ এক কোটি অনুসারী—এটি আল্লাহর রহমত এবং পাঠকদের ভালোবাসার ফল।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও ইতিবাচক ও শিক্ষামূলক ক্রিকেট কনটেন্ট তুলে ধরা তাদের মূল লক্ষ্য।