আসাদুল্লাহ গালিব রুবেল
২৭ ডিসেম্বর, ২০২৫, 10:35 PM
চাটখিল প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
নোয়াখালীর চাটখিল প্রেস ক্লাবের সাধারণ সভা শনিবার (২৭ ডিসেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চাটখিল প্রেসক্লাবের সুনাম অক্ষুন্ন রাখা, উন্নয়ন ও অগ্রগতিসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৬-২৭ সেকশনের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।
কার্যকরী কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন, সভাপতি মো. হাবিবুর রহমান (দৈনিক সংবাদ), সহ-সভাপতি *জসিম মাহমুদ (দৈনিক কালেরকন্ঠ), সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত (দৈনিক সমকাল), সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রহমত উল্লাহ (দৈনিক দিনকাল), অর্থ-সম্পাদক মনির হোসেন (দৈনিক খবর), দপ্তর সম্পাদক আসাদুল্লাহ্ গালিব (দৈনিক জনকণ্ঠ), নির্বাহী সদস্য যথাক্রমে দীন মোহাম্মদ (দৈনিক স্বাধীনমত), মামুন হোসেন (দৈনিক মানবজমিন) এবং সাঈদ মোহাম্মদ তুষার (দৈনিক স্বদেশ প্রতিদিন)।
সভা শেষে চাটখিল প্রেসক্লাবের সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।