ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগকে সমর্থন যোগানো শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ অবশেষে পদোন্নতির মুখ দেখলেন স্বৈরাচারী হাসিনা সরকারের রোষানলের শিকার মোঃ মনির হোসেন বড়লেখায় জোড়া খুনের মামলার আসামীর পরিবারের সংবাদ সম্মেলন নওগাঁয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মুহাম্মদ আবদুল করিম কালীগঞ্জে ২৫০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল শার্শায় "সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক চাঁদপুরে হাজীগঞ্জে মদিনা টাইলস্ এন্ড স্যানিটারীর উদ্বোধন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল পোরশায় নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দায়সারা ভাব

#

নিশাত শাহরিয়ার

০১ জানুয়ারি, ২০২৬,  7:21 PM

news image

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সারাদেশে সরকারী ছুটিসহ তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার। 

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যাংকগুলো যথেষ্ট গুরুত্ব দিলেও অনেকটা দায় সারা ভাব লক্ষ্য করা গেছে ১৯৯৫ সালে বিএনপি সরকারের শাসনামলে প্রতিষ্ঠিত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মসূচিকে কেন্দ্র করে।

জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও অন্যান্য রাষ্ট্রীয় ব্যাংকের তুলনায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের রাষ্ট্রীয় শোক কর্মসূচি ছিল অনেকটা দায়সারা গোছের। 

রাষ্ট্রীয় শোক পালনের প্রথম দিন বুধবার এবং দ্বিতীয় দিন বৃহস্পতিবারও রাজধানীর ১৪ আউটার সার্কুলার রোড, রাজারবাগে অবস্থিত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে অর্ধনমিত রাখা হয়নি জাতীয় পতাকা। টাঙ্গানো হয়নি কালো পতাকাও। এছাড়া টাঙ্গানো হয়নি শোক দিবসের কোন ব্যানার। কোন ফেস্টুনও লক্ষ্য করা যায়নি ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে।

অথচ সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক পিএলসি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ব্যাংক তাদের কার্যালয়গুলোতে ব্যানার, ফেস্টুন, পতাকার ব্যবহার করলেও একমাত্র ব্যতিক্রমী ভূমিকা পালন করেছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়।

এ ব্যাপারে জানতে চেয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। 

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের জেনারেল ম্যানেজার আলাউদ্দিনের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় জেনে ফোনের লাইন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের এসিসটেন্ট জেনারেল ম্যানেজার ইসরাফিল বলেন, অন্যান্য ব্যাংকের মতো কর্মসূচি পালনে জনসংযোগ বিভাগের অবশ্যই দায় রয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। 

এ ব্যাপারে সাধারন সেবা বিভাগের দায়িত্বে থাকা ডিজিএম আনিসুর রহমান জানান, জনসংযোগ বিভাগের গাফিলতির কারণেই এমনটা হয়েছে। 

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আশিক আহমেদ জানান, রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনে সোনালী কিংবা জনতাসহ অন্যান্য ব্যাংকের মতো ভূমিকা পালন করেনি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। এক্ষেত্রে ব্যাংকের জনসংযোগ বিভাগকেই দায়ী করেন তিনি। তবে এরপর থেকে গুরুত্ব দেয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা। 

উল্লেখ্য, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের শাসনামলে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। ​

এর আগে, ১৯৯৪ সালে আনসার বিদ্রোহের পর এই বাহিনীকে আরও সুসংগঠিত করাসহ বাহিনীর সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে ​তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশেষায়িত এই ব্যাংকটি গঠনে জোরালো ভূমিকা পালন করেন।