ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দাম বাড়লো জ্বালানি তেলের, সোমবার থেকে কার্যকর পেশাদারিত্ব বজায় রেখে জনমনে আস্থা ফেরাতে হবে উপজেলার সিএ পদে চাকরি করে তিন মাসেই কোটিপতি ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গাজীপুরে নতুন পুলিশ সুপার শরিফ উদ্দিন কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: রাশেদ খাঁন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২২ বার খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার সরকার: আবু হানিফ

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে এবি পার্টির গভীর শোক

#

নিশাত শাহরিয়ার

০৯ অক্টোবর, ২০২৫,  6:17 PM

news image

স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদ বুধবার রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক যৌথ শোকবার্তায় তারা বলেন, “ড. তোফায়েল আহমেদ ছিলেন দেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, বিকেন্দ্রীকরণ ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশে একজন পথপ্রদর্শক। তাঁর গবেষণা, চিন্তাভাবনা ও কর্মধারা স্থানীয় সরকারের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মৃত্যুতে দেশ এক অসাধারণ চিন্তাবিদ ও নিবেদিতপ্রাণ প্রশাসন বিশেষজ্ঞকে হারালো।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ড. তোফায়েল আহমেদ দীর্ঘদিন যাবৎ স্থানীয় সরকার ব্যবস্থা, প্রশাসনিক সংস্কার ও গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বিষয়ে গবেষণা ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় গভীরভাবে যুক্ত ছিলেন। তিনি প্রশাসনিক দক্ষতা, সততা ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেশজুড়ে শ্রদ্ধার পাত্র ছিলেন। স্থানীয় সরকার সংস্কারে তাঁর গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব বাস্তবায়নের আগেই তাঁর মৃত্যু আমাদের জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাচনি সংস্কার কমিশনের সদস্য হিসেবে মনোনীত হন ড. তোফায়েল আহমেদ। পরবর্তীতে তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

নেতৃবৃন্দ এবি পার্টির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।