হাসান আলী সোহেল (নাটোর)
০১ নভেম্বর, ২০২৫, 2:40 PM
সিংড়ায় টাওয়ারে চুরি করতে গিয়ে পেশাদার চোর আটক
নাটোরের সিংড়া উপজেলায় টাওয়ারে চুরি করতে গিয়ে এক পেশাদার চোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের কইগ্রাম এলাকায় অবস্থিত এয়ারটেল-রবি টাওয়ার থেকে যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. গোলাম সারোয়ার (২৮)। তিনি রংপুরের মিঠাপুকুর থানার সুলঙ্গা গ্রামের মৃত সুলতান আহমেদ ওরফে এনামুল হকের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় গোলাম সারোয়ারের কাছ থেকে ১টি হাতুড়ি, ১টি মিনি কাটার, ৪টি মোবাইল ফোন, টাওয়ারের চোরাই যন্ত্রাংশ (মূল্য প্রায় চার লাখ টাকা), একটি লাল রঙের পালসার মোটরসাইকেল ও একটি ২৪ ইঞ্চি STAREX মনিটর জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে সে পেশাদারভাবে টাওয়ার ও অন্যান্য স্থাপনা থেকে যন্ত্রাংশ চুরি করে আসছে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
১️ মিঠাপুকুর থানা মামলা নং ৪১ (তারিখ: ২৫/১১/২০২০), ধারা ৩৪১/৩৭৯/৪১১ দণ্ডবিধি।
২️ আরপিএমপি কোতোয়ালি থানা মামলা নং ১৪ (তারিখ: ০৭/১১/২০২০), ধারা ৩৮০/৪১১ দণ্ডবিধি।
সিংড়া থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত গোলাম সারোয়ারের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে জেলার অন্যান্য চুরির ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চুরি ও অপরাধ দমনে নাটোর জেলা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর।