ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দাম বাড়লো জ্বালানি তেলের, সোমবার থেকে কার্যকর পেশাদারিত্ব বজায় রেখে জনমনে আস্থা ফেরাতে হবে উপজেলার সিএ পদে চাকরি করে তিন মাসেই কোটিপতি ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গাজীপুরে নতুন পুলিশ সুপার শরিফ উদ্দিন কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: রাশেদ খাঁন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২২ বার খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার সরকার: আবু হানিফ

সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও মামলার প্রস্তুতি

#

হাসান আলী সোহেল (নাটোর)

২৬ অক্টোবর, ২০২৫,  1:46 AM

news image

নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিক নেতা মুহাম্মদ কামরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার তমালতলার নূরপুর চকপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ জানান।

কামরুল ইসলাম বলেন, গত ২৪ অক্টোবর কিছু সংবাদমাধ্যমে তাকে ‘জামায়াত নেতা’ আখ্যা দিয়ে ভিপি জমি দখলের মিথ্যা অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি এ অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এবং আইনি পদক্ষেপের ঘোষণা দেন।

অন্যদিকে, ওই ভিপি জমির দাবিদার মতিউর রহমান মধু জানান, তিনি বৈধভাবে লিজ নিয়ে জমি ভোগদখল করছেন, আর ওই সংবাদের তথ্য সম্পূর্ণ ভুয়া।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।