নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর, ২০২৫, 2:16 AM
সাংবাদিককে কনুই মেরে ভাইরাল বিএনপি নেতা আব্দুস সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনকে কনুই দিয়ে ধাক্কা দিয়েছেন। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
রোববার (২ নভেম্বর) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এপিএস কৃষিবিদ ইউনূস আলী মহাসচিবের গাড়ির সামনের সিটে বসছেন। আগেই পেছনের আসনে বসেছিলেন মহাসচিব মির্জা ফখরুল। তার সঙ্গে কথা বলছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলমসহ কয়েকজন সাংবাদিক নেতা। তাদের পেছনে দাঁড়িয়ে ছিলেন বিএফইউজের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নীলফামারী-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেন।
এ সময় বিএনপি নেতা আবদুস সালাম তার কনুই দিয়ে মোদাব্বের হোসেনের বুকে সজোরে আঘাত করেন। চার সেকেন্ডের ওই ভিডিওটি আজকে ভাইরাল হলেও ঘটনাটি ঘটে শনিবার (১ নভেম্বর) দুপুরে। এদিন জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়ে গাড়িতে ওঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গেই ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।