তামিম হোসেন সবুজ (বেনাপোল)
১২ অক্টোবর, ২০২৫, 8:17 PM
শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
যশোরের শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষা, ধর্মীয় ও সমাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে তিন টায় শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতির উদ্যোগে শিক্ষা, ধর্মীয় ও সমাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।
এসময় শার্শা উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদ এর সকল সাংবাদিক উপস্থিতি হয়ে,বেনাপোল তালসারি প্রাথমিক বিদ্যালয়,বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসিন এতিমখানা, বেনাপোল তালসারি মহিলা মাদ্রাসা সহ আরও অন্যান্য শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা করেন। এ কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রজাতীর ফলজ, ঔষধি ও ফুল গাছ রোপণ করা হয়েছে।
শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হক বলেন, সাংবাদিকতার পাশা পাশি সাংবাদিক ঐক্য পরিষদ নিরাপদ সড়ক,মাদক মুক্ত সমাজ গঠন ও মেধাবী শিক্ষার্থীদের অবিভাবকদের সম্মানিত করেছে। এবার গাছ বিতরনের মধ্য দিয়ে আর একটি সামাজিক কাজে অংশ নিয়েছে। তিনি সমাজিক কাজে সমাজের সবাইকে অংশ নিতে আহবান জানান।
ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আইযুব হোসেন পঙ্খী বলেন, বিগত ৩ বছর ধরে আমাদের এই সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে।বৃক্ষ আমাদের জীবন প্রবাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৃক্ষ বাঁচলে পরিবেশ বাঁচবে, টিকে থাকবে প্রাণ বৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ বড় সহায়ক। পরবর্তী দিনগুলোতে ইউনিয়নের বিভিন্ন সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান থাকবে।