নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর, ২০২৫, 1:15 AM
রাজধানীর দক্ষিণখানের জামতলায় অনুমোদনহীন নির্মাণ, ঝুঁকিতে এলাকাবাসী
রাজধানীর দক্ষিণখানের জামতলায় মাত্র ১ কাঠা জমির উপর চারতলা বিশিষ্ট একটি ভবন নির্মিত হয়েছে রাজউকের কোনো অনুমোদন ছাড়াই। নকশাহীন এই অবৈধ নির্মাণে ভাড়াটিয়া ও আশপাশের বাসিন্দারা প্রতিনিয়ত ভয়াবহ ঝুঁকিতে বসবাস করছেন।
জানা গেছে, সিটি জরিপ নম্বর ৩০৬২৩–এর প্লটে কোনো বৈধ নকশা ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছে। আশেপাশে প্রবেশের মতো সড়ক না থাকায় অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো দুর্যোগে ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্সের প্রবেশ অসম্ভব হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভবনের মালিক আলী হোসেন (৭০) স্বীকার করেছেন যে, ভবনটি অনুমোদন ছাড়া নির্মাণ করা হয়েছে। তবে তার মেয়ে মিতু সাংবাদিকদের সাথে আক্রমণাত্মক আচরণ করেন এবং নানা হুমকি দিয়ে বলেন, সব অনুমোদন আছে। স্থানীয়রা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে মিতুর অশোভন আচরণে তারাও অতিষ্ঠ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী বলেন, আমরা বহুবার আপত্তি জানিয়েছি। কিন্তু নিয়ম-কানুন তোয়াক্কা না করে রাতারাতি ভবন তৈরি করা হয়েছে। এখন আমাদের জীবনও ঝুঁকির মধ্যে।
অবৈধভাবে নির্মিত এই বহুতল ভবনটি প্রতিমাসে ভাড়া দিয়ে মালিক বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন। অথচ প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, কোনো অজ্ঞাত অপশক্তির প্রভাবে বিষয়টি ধামাচাপা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের বক্তব্য, অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ এ ভবনটি দ্রুত ভেঙে ফেলা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যাতে বহু প্রাণহানির আশঙ্কা দেখা দিতে পারে।