মতিন গাজী (যশোর)
০২ অক্টোবর, ২০২৫, 2:32 AM
যশোরের নওয়াপাড়ায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলায় আহত ৩
বিশ্বাস ট্রেডিং অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণে আহত হয় ৩ জন। একই সময়ে তরফদার ট্রেডিংয়েও বোমা হামলার ঘটনা ঘটে। এতে করে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার স্টেশন বাজার এলাকায় বুধবার সন্ধ্যায় ছড়িয়ে পড়ে আতঙ্কের ঝড়। সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে স্টেশনবাজারস্থ স্বনামধন্য প্রতিষ্ঠান মেসার্স বিশ্বাস ট্রেডিং এর অফিসে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত বোমা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণে জানালার কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ভেতরে থাকা ম্যানেজারসহ অন্তত ৩ জন গুরুতর আহত হন।
একই সময়ে ফেরিঘাটে অবস্থিত মেসার্স তরফদার ট্রেডিং এর ওপরও বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। ধারাবাহিক এ বিস্ফোরণে ব্যবসায়ীদের মাঝে চরম ভীতির সঞ্চার হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করছেন, নওয়াপাড়ার ব্যবসা পট্টি ঘিরে নানামুখী ষড়যন্ত্র ও আধিপত্য বিস্তারের লড়াই দীর্ঘদিন ধরেই চলছে। এরই সর্বশেষ শিকার হলো বিশ্বাস ও তরফদার ট্রেডিং।
আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, তবে ব্যবসায়ীরা বলছেন দোষীদের দ্রুত গ্রেপ্তার না করলে পুরো এলাকায় ব্যবসা কার্যত অচল হয়ে পড়বে।