রুয়েল কামাল (বড়লেখা)
১৮ অক্টোবর, ২০২৫, 10:52 PM
বড়লেখায় বাল্যবিবাহ রোধে কাজ করছে ১০টি স্বপ্নসারথি দল
মৌলভীবাজারের বড়লেখার কাঠাল তলী ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির ১০টাি স্বপ্নসারথি দলের মোট ২৫০ জন কিশোরীকে প্রতি মাসে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচেছ এই ১০টি স্বপ্নসারথি দল বাল্যবিবাহ রোধে কাজ করছে।
আমরা শক্তি আমরা বল ১ম সেশনটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির দায়িত্বরত অফিসার অল্লিকা দাশ, তার সহযোগি হিসেবে ছিলেন কমিউনিটি অর্গানাইজার শামিমা আক্তার ।
স্বপ্নসারথি ১০ টি দলের মধ্যে হিনাইনগর দলের সাকিবা জান্নাত (ইফতিয়া) অন্যতম। দলের অর্থ হচ্ছে একটি দল,যেই দলের সবাই স্বপ্নের সাথি, স্বপ্নসারথি রা একে অপরের পাসে থাকবে ও সহযোগিতা করবে স্বপ্নসারথিরা একটি পরিবারে মত একটি পরিবার যেমন হয় সুখে দুঃখে একে অপরের পাসে থাকে সবাই কে সহযোগিতা করে, ঠিক তেমনি স্বপ্নসারথিরা এমনি একটি দল যারা একে অপরের স্বপ্ন পুরণে সাথি হবে, জীবনের সফলতার লক্ষে পৌছাতে সাহস ও শক্তি যোগাবে।
স্বপ্নসারথির মুললক্ষ হচ্ছে-বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা, শিক্ষা ও আত্মবিশ্বাসই প্রধান হাতিয়ার। পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে যাতে প্রতিটি স্বপ্নসারথি নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বেড়ে উঠতে পারে।
তাদের ভবিষ্যৎ পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসের ক্ষেত্র গড়ে তুলা, স্বপ্নসারথি সেশনের মাধ্যমে কিশোরীরা যে শিক্ষা ও দক্ষতা অর্জন করতেছে, তা তাদের সমাজের কাজে লাগাবে।