হাসান আলী সোহেল (নাটোর)
২০ নভেম্বর, ২০২৫, 12:55 AM
বাগাতিপাড়ায় বিএনপি প্রার্থী পুতুলের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করতে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ১নং পাঁকা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন কয়েক শতাধিক উদ্দীপ্ত যুবক।
শোভাযাত্রার নেতৃত্ব দেন পাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লালন উদ্দিন, বিএনপি নেতা অমিত হাসান সেন্টু, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও পাঁকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহমদ।
উপস্থিত ছিলেন পাঁকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাসেল, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সন্ধানসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”— এই শ্লোগানকে সামনে রেখে তরুণদের মাঝে রাজনৈতিক সচেতনতা ও পরিবর্তনের অঙ্গীকার তৈরি হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে নাটোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে মাঠে কাজ করতেই এই শোভাযাত্রার আয়োজন।
গালিমপুর মোড় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি পাঁকা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লোকমানপুর বাজারে এসে শেষ হয়।