হাসান আলী সোহেল (নাটোর)
০১ অক্টোবর, ২০২৫, 2:51 PM
বাগাতিপাড়ার প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুনের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত
সম্প্রতি একটি অনিবন্ধিত অনলাইন মাধ্যমে “বাগাতিপাড়ায় প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফাহিমা খাতুন।
এক প্রতিবাদ লিপিতে তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। ফাহিমা খাতুন বলেন, “আমি পরিষদের নিয়ম ও সদস্যদের পরামর্শ অনুযায়ী কাজ করি। প্রতিটি প্রকল্প আইন ও বিধি অনুযায়ী বাস্তবায়ন হয়েছে। কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব অভিযোগ এনেছে।”
তার ছেলে এস এম মশিউর রহমান মিশু বলেন, “আমি ইউনিয়ন পরিষদের কোনো কার্যক্রমে জড়িত নই। রাজনৈতিক উদ্দেশ্যে আমার নাম জড়ানো হয়েছে।”
এছাড়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম জানান, “আমি শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করি। কোনো অনিয়মে জড়িত নই এবং কাজের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখি।”
ফাহিমা খাতুন বলেন, “একজন নারী জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছি। উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে আমাকে অপসারণের চেষ্টায় গণতন্ত্র ও স্থানীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে।” তিনি গণমাধ্যম ও জনসাধারণকে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদে বিশ্বাস না করার আহ্বান জানান।