নিশাত শাহরিয়ার
০৮ জানুয়ারি, ২০২৬, 10:16 AM
বাংলাদেশ বেতারের ডিডি ইফফাতুর রহমান আর নেই
বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিসেলের উপরিচালক ইফফাতুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইফফাতুর রহমান ৩০তম বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ।
পেশাগত জীবনে তাঁর সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলি সহকর্মী ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা ইফফাতুর রহমান সংসার জীবনে স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। বাংলাদেশ বেতারের সদর দপ্তরে দুপুর ১২ টায় ১ম জানাজা অনুষ্ঠিত হয়। পৈতৃক ভিটা কিশোরগঞ্জের ভৈরবে গ্রামের বাড়িতে ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।