নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর, ২০২৫, 6:37 PM
বরিশালের বাবুগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসাদুজ্জামান ফুয়াদ
বরিশাল- ৩ সংসদীয় আসন বাবুগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এসময় তিনি বাবুগঞ্জের পশ্চিমপাংশায়, দারোগারহাট, গোয়ালবাতান, রাজার বাড়ি, ধোপাবাড়ি রহমতপুর, হাট খোলা বাজার, রহমতপুর বাজার, খাল পার এলাকার বিভিন্ন পূজার মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এবং আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশে সকল নাগরিক সমান। ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সকলের জন্য সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সকলকে বাংলাদেশী হতে হবে। ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের কারণে একজনের অপরাধ সমগ্র সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশের নাগরিক হিসেবে সকলেই সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার চর্চার অধিকার রয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের যেকোন সমস্যা সমাধানে পাশে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী এলাকার মন্দির, শ্মশান সহ বিভিন্ন সমস্যা, শোনার চেষ্টা করেন। আসন্ন জাতীয় নির্বাচনে বরিশাল-৩ থেকে নির্বাচনে এবি পার্টির প্রার্থী হিসাবে বাবুগঞ্জ বিভিন্ন গ্রামে-বাজারেও গণসংযোগ করেন এবি পাটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
গণসংযোগে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ন আহবায়ক সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দিন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদসহ বরিশাল জেলা ও বাবুগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ।