সংবাদ শিরোনাম
কামরুজ্জামান বাবু (পোরশা)
২৭ অক্টোবর, ২০২৫, 10:23 PM
পোরশায় হরিজন সম্প্রদায়ের সুর্য পূজা উদযাপন
নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সদর ইউনিয়ন উৎসব মুখর পরিবেশে হরিজন সম্প্রদায়ের সুর্য পুঁজা উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে তাদের আরাধনায় ছিলো বিভিন্ন ধরনের ফলের সমারোহ পাশাপাশি পূর্ণ ভবা নদীতে সূর্য ডুবু ডুবু পর্যন্ত সৃষ্টি কর্তার কাছে আরাধনা এ পুঁজার মূল উদ্দেশ্য হচ্ছে তারা যেন সৃষ্টি কর্তার কাছে পরিত্রাণ পায়।
বিভিন্ন স্থান থেকে শতশত ভক্ত এসেছিল সেই পড়ন্ত বিকেলে নিতপুর পূর্ণ ভবা নদীর ধারে। তাদের সুর্য পুঁজাটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে পালিত হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়নি।
সম্পর্কিত