ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দাম বাড়লো জ্বালানি তেলের, সোমবার থেকে কার্যকর পেশাদারিত্ব বজায় রেখে জনমনে আস্থা ফেরাতে হবে উপজেলার সিএ পদে চাকরি করে তিন মাসেই কোটিপতি ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গাজীপুরে নতুন পুলিশ সুপার শরিফ উদ্দিন কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: রাশেদ খাঁন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২২ বার খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার সরকার: আবু হানিফ

পোরশায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪৮ মাদ্রাসা শিক্ষার্থী হাসপাতালে

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৯ অক্টোবর, ২০২৫,  7:14 PM

news image

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই মাদ্রাসার ৪৮জন শিক্ষার্থী পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই তিনজনকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ হোসেন।

তিনি বলেন, অন্যদের পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খাবারের মধ্যে পানিবাহিত কোন জীবাণুর কারণে শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে বলে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তাররা প্রাথমিকভাবে ধারণা করেছেন। তবে ভর্তিকৃত সকল শিক্ষার্থী বর্তমানে সুস্থ্য আছেন বলেও তিনি জানান। জানাগেছে, আহতরা সবাই পোরশা আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার শিক্ষার্থী।

মাদ্রাসার মহাপরিচালক মাও: আব্দুল্লাহ্ শাহ্ এর প্রতিনিধি সিনিয়র শিক্ষক মাও: সাখোয়াত হোসেন জানান, অতিরিক্ত গরমের কারনে ডায়রিয়ার আক্রান্তের ঘটনা ঘটেছে। হঠাৎ করেই সোমবার বিকালে ৩জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

মঙ্গলবার আরো ২৮জন এবং বুধবার সকাল পর্যন্ত আরো ১৭জন অসুস্থ হয়ে পড়ে। এদের পাতলা পায়খানা দিয়েই ডায়রিয়া শুরু হয়েছে। তবে বমি বমি ভাব রয়েছে।  এদের শারীরিক অবস্থা অবনতি হলে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে বুধবার মাদ্রাসা ১০দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পোরশা আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার ৪৮ জন শিক্ষার্থী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন শুনে তিনি মাদ্রাসা পরিদর্শনে গিয়েছিলেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির পানি ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষকদের সাথে কথা বলেছেন। তবে প্রতিষ্ঠানটি ছুটি না দিয়ে স্থানীয়ভাবে সুচিকিৎসা সহ যাবতীয় ব্যবস্থা নেয়া যেত বলে তিনি মনে করছেন।

তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি শিক্ষার্থীদের দেখার জন্য গিয়েছিলেন। তারা সুস্থ আছেন এবং অনেক শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলেও জানান তিনি।