কামরুজ্জামান বাবু (পোরশা)
০৮ অক্টোবর, ২০২৫, 2:07 PM
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
নওগাঁর পোরশায় উৎসব মুখর পরিবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তর ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সকাল ১১ টায় উৎসব মুখর পরিবেশে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে এক Rally অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিতে নেতৃত্ব দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। র্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়। র্যালি শেষে জাতীয় কন্যা শিশু দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় "স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি, এর উপর এক বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম স্যার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ নাবিলা ফেরদৌস, অন্যাদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় এর প্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।