ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দাম বাড়লো জ্বালানি তেলের, সোমবার থেকে কার্যকর পেশাদারিত্ব বজায় রেখে জনমনে আস্থা ফেরাতে হবে উপজেলার সিএ পদে চাকরি করে তিন মাসেই কোটিপতি ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গাজীপুরে নতুন পুলিশ সুপার শরিফ উদ্দিন কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: রাশেদ খাঁন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২২ বার খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার সরকার: আবু হানিফ

পোরশার সরাইগাছি জিরো পয়েন্টে পুলিশ ফাঁড়ীর দাবি এলাকাবাসীর

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৬ অক্টোবর, ২০২৫,  4:52 PM

news image

নওগাঁ জেলার পোরশা উপজেলার গাংগুরিয়া ইউনিয়নের অধীন জিরো পয়েন্টে জরুরী ভিত্তিতে টেকসই একটি  পুলিশ ফাঁড়ীর দরকার।

থানায় থাকা যৎসামান্য পুলিশ ফোর্স দিয়ে তিনটি ভয়ংকর স্থান যেমন সরাইগাছি টু শিশা রোড এবং সরাইগাছি টু ফকিরের মোড় ও সরাইগাছি টু দাউদপুর ব্রীজ কভার করা সম্ভবপর নয়। নিতপুর সদর থেকে সরাইগাছি জিরো পয়েন্ট ৮ কিলোমিটার দূরে। প্রতিনিয়ত ঘটছে ছিনতাই, ডাকাতি। বর্তমানে পোরশা উপজেলাবাসী এখন আতঙ্কিত অবস্থায় দিন পার করছে।

বেলা শেষ হলেই ডাকাতি আর ডাকাতি। হাসপাতালে থাকা রোগী বহন কারী   জরুরি এম্বুলেন্সটাও এখন নিভৃতে কাঁদছে সেও রোগী নিয়ে নিরাপদ নয় তাকেও  ডাকাতদের কবলে পড়তে হয়েছে। এই মহা বিপর্যয়ের হাত থেকে বাঁচতে হলে দরকার চেয়ারম্যান বৃন্দের  গ্রাম পুলিশ ও সরকারের আরও একটি অংশ আনসার বাহিনী সঙ্গে তো যুক্ত থাকবে পুলিশ বাহিনী এই দল ছাড়া ডাকাত দলকে প্রতিহত করা সম্ভবপর নয় বলে মনে করছেন সচেতন মহল। 

বিষয় টি জনগুরুত্বপূর্ণ মনে করে একটি পুলিশ ফাঁড়ী নির্মাণ করার জন্য জোর দাবি জানাচ্ছে  মাননীয় জেলা শাসক এবং পুলিশ সুপার মহোদয়ের নিকট। তাহলে সাধারণ মানুষ কিছুটা নিরাপদে থাকবে ইনশাআল্লাহ।