ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দাম বাড়লো জ্বালানি তেলের, সোমবার থেকে কার্যকর পেশাদারিত্ব বজায় রেখে জনমনে আস্থা ফেরাতে হবে উপজেলার সিএ পদে চাকরি করে তিন মাসেই কোটিপতি ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গাজীপুরে নতুন পুলিশ সুপার শরিফ উদ্দিন কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: রাশেদ খাঁন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২২ বার খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার সরকার: আবু হানিফ

পীরগঞ্জে শিক্ষক সমিতির আয়োজনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানবন্ধন

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১৫ অক্টোবর, ২০২৫,  10:19 PM

news image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন আয়োজন করেন রংপুরের পীরগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষক নেতৃবৃন্দ।

পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে তাদের এই সমাবেশে সংহতি প্রকাশ করে তাদের পাশে থাকার কথা জানান রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় তারা সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করা  ও মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি করা এবং শিক্ষক-কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এই তিন দফা দাবি জানান।

শিক্ষক প্রতিনিধিরা আক্ষেপ করে বলেন, আমরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমাদের শিক্ষকদের অগ্রাহ্য করে সরকারের পুলিশ বাহিনী তাদের উপর হামলা চালায়। এসময় তারা সরকার কে তাদের দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানান। 

পীরগঞ্জ উপজেলা বাশিসের সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু আজাদ বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন; পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী বিএসসি, জলাইডাঙ্গা বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক শাহ্ধসঢ়; আলম, ভীমশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালেব, ভেন্ডাবাড়ী বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মশিউর রহমান ফারুক, হাজী বয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শামীম আরা পারভীন (স্বপ্না) সহ অন্যান্য শিক্ষক নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় শিক্ষক নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের দাবি না মানা হলে আমরা জাতীয়করণের এক দফা দাবিতে ঢাকা অভিমুখে রওনা করব। মানববন্ধন শেষে শিক্ষকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করেন এ সময় তাদের সঙ্গে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর মননীত এমপি প্রার্থী মাওলানা নুরুল আমিন বিক্ষোভ সমাবেশ যোগদেন।