সংবাদ শিরোনাম
হাসান আলী সোহেল (নাটোর)
০৫ অক্টোবর, ২০২৫, 7:37 PM
নাটোরে সাংবাদিক হায়াত হত্যার প্রতিবাদে মানববন্ধন
দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাগেরহাট প্রতিনিধি এসএম হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদে নাটোর জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে এ মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
গত শুক্রবার বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে সাংবাদিক হায়াত উদ্দিনকে। তার সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য তিনি ছিলেন এলাকায় অত্যন্ত শ্রদ্ধেয়।
মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পর্কিত