ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দাম বাড়লো জ্বালানি তেলের, সোমবার থেকে কার্যকর পেশাদারিত্ব বজায় রেখে জনমনে আস্থা ফেরাতে হবে উপজেলার সিএ পদে চাকরি করে তিন মাসেই কোটিপতি ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গাজীপুরে নতুন পুলিশ সুপার শরিফ উদ্দিন কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: রাশেদ খাঁন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২২ বার খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার সরকার: আবু হানিফ

ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল, সাজাপ্রাপ্ত ও অভিযুক্তরা মুক্ত

#

মো: আল আমিন (বিশেষ প্রতিনিধি)

০৯ অক্টোবর, ২০২৫,  7:19 PM

news image

বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী সিদ্ধান্ত— ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা বাতিল ঘোষণা করেছে সরকার। ফলে এ আইনে সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত সবাই অবশেষে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের জানান, “২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এর ফলে কারাবন্দি, অভিযুক্ত এবং চলমান মামলার আসামিরা সবাই মুক্তি পাচ্ছেন।”

এদিন উপদেষ্টা পরিষদ শুধু ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেই সীমাবদ্ধ থাকেনি; তথ্য-প্রযুক্তি খাতে যুগোপযোগী রূপান্তর আনতে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’, ‘ব্যক্তিগত ডাটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ এবং ‘জাতীয় উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ অনুমোদন করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব নতুন অধ্যাদেশ কার্যকর হলে নাগরিকের ব্যক্তিগত তথ্য ও অনলাইন নিরাপত্তা আরও শক্তিশালী ও স্বচ্ছ আইনি কাঠামোর আওতায় আসবে।

একইসঙ্গে এই সিদ্ধান্তকে অনেকে ‘ডিজিটাল স্বাধীনতার নতুন অধ্যায়’ হিসেবে অভিহিত করছেন।