সুমন মন্ডল (জয়পুরহাট)
২৯ ডিসেম্বর, ২০২৫, 5:22 PM
জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানার বড়তারা ইউনিয়নের শালবন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিদের হেফাজত থেকে উদ্ধারকৃত হেরোইন জব্দ করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—১) খায়রুল ইসলাম (৩০), পিতা— আব্দুল খালেক, সাং— আওড়া, থানা— কালাই, জেলা— জয়পুরহাট। ২) মো. ইউসুফ (৩৫), পিতা— মৃত আব্দুস সাত্তার মণ্ডল, সাং— আওড়া, থানা— কালাই, জেলা— জয়পুরহাট।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তাদের নজরদারি বাড়ানো হয়। পরবর্তীতে নিশ্চিত তথ্য পাওয়ার পর শনিবার রাতে ডিবির একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের শরীর তল্লাশি করলে মোট ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে তা জব্দ করে পুলিশি হেফাজতে নেয়া হয়।
অভিযান পরিচালনা করেন ডিবির এসআই (নি:) মো. আব্দুল্লাহ আল নোমান, এসআই (নি:) শাখাওয়াত হোসেন, এএসআই (নি:) মো. সাজেদুর রহমান, এএসআই (নি:) মো. আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স সদস্যরা।
ডিবি সূত্রে জানা গেছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তারা মাদক চক্রের সাথে জড়িত আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। জেলা জুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ডিবি পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।