ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দাম বাড়লো জ্বালানি তেলের, সোমবার থেকে কার্যকর পেশাদারিত্ব বজায় রেখে জনমনে আস্থা ফেরাতে হবে উপজেলার সিএ পদে চাকরি করে তিন মাসেই কোটিপতি ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গাজীপুরে নতুন পুলিশ সুপার শরিফ উদ্দিন কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: রাশেদ খাঁন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২২ বার খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার সরকার: আবু হানিফ

জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল রেজা

#

জে এইচ টিপু

১১ অক্টোবর, ২০২৫,  12:53 AM

news image

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সখিপুর লাল মাটির কৃতি সন্তান  নাজমুল হাসান রেজাকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। 

সে টাংগাইল জেলার সখিপুর উপজেলার  বহেরাতৈল ইউনিয়নের  বেতুয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন আহমেদের একমাত্র ছেলে। সখিপুর পিএম  পাইলট মডেল স্কুল থেকে এসএসসি, সখিপুর সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি - ইন- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অন্য আরেকটি বিশ্ববিদ্যালয় থেকে এল, এল বি শেষ করে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা  তে এম.বি.এতে অধ্যায়নরত আছেন।

নাজমুল হাসান রেজা এর আগে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নির্বাচিত সভাপতি, টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন।  সখিপুর উপজেলা শাখার সদস্য হিসেবে জাতীয় ছাত্র সমাজে অন্তর্ভুক্ত হয়েছিলেন। 

নাজমুল রেজা কোটাবিরোধী আন্দোলনে ছাত্রদের পক্ষে সরাসরি অংশগ্রহণ করেছেন।  ২০২৪ সালের ১৮ জুলাই অংশগ্রহণ করার সময় রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আহত হয়েছিলেন।

২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনে নেতৃত্ব  দেন পরবর্তীতে  সরকার শিক্ষার্থীদের ওপর ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য হয়। নাজমুল হাসান রেজা জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সখিপুর  উপজেলা ও পৌর জাতীয় পার্টি।

সখিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সামাদ শিকদার বলেন, আমরা অনেক আনন্দিত। আমরা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও মহাসচিব এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।