নাজমুল আদনান (টাঙ্গাইল)
১৯ অক্টোবর, ২০২৫, 12:29 AM
ঘাটাইলে সন্ধানপুর ইউনিয়ন বিএনপির গনসংযোগ
অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে সারাদেশে প্রচার ও প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে।তারই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৯ নং সন্ধানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশেনা ঘাটাইলের জনপ্রিয় নেতা এডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরকে নির্বাচিত করতে গণ সংযোগ ও লিফলেট বিতরন করা হয়।
সন্ধানপুর ইউনিয়ন বিএনপির নের্তৃত্বে শনিবার (১৮ অক্টোবর ) বিকাল ৩টা থেকে শুরু করে রাত পর্যন্ত টেপিকুশারিয়া,কুশারিয়া, এবং হাজিপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ বেলাল হোসেন , ইউনিয়ন বিএনপির সভাপতি ছবুর খান, সাধারণ সম্পাদক আকবর হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাসেল আহমেদ সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
টাংগাইল -৩ ঘাটাইল আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরকে নির্বাচিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেত্রীবৃন্দ।