ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দাম বাড়লো জ্বালানি তেলের, সোমবার থেকে কার্যকর পেশাদারিত্ব বজায় রেখে জনমনে আস্থা ফেরাতে হবে উপজেলার সিএ পদে চাকরি করে তিন মাসেই কোটিপতি ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গাজীপুরে নতুন পুলিশ সুপার শরিফ উদ্দিন কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: রাশেদ খাঁন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২২ বার খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার সরকার: আবু হানিফ

ঘাটাইলে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

৩০ অক্টোবর, ২০২৫,  1:55 AM

news image

জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ (২৯অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার সন্ধানপুর ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুশারিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সন্ধানপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল।

জনসভায় আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি ও টাঙ্গাইল ০৩ ঘাটাইল আসনের সম্ভাব্য প্রার্থী আব্দুল আজিজ খান অটল। জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক ও সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সহ সভাপতি মোঃ লুৎফর রহমান, জেলা জাকের পার্টির সহ সভাপতি এবং সড়ক পরিবহন ও শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মনির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল নওশের,জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শরিফুল ইসলাম খলিল,উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ হোসেন আলী।

আরো উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টি রন্দন ফন্টের সভাপতি মনিরুজ্জামান মনির,জেলা জাকের পার্টির ছাত্রী ফ্রন্টের সভাপতি সালেহা বেগম, জেলা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি মোঃ রিপণ মিয়াসহ জাকের পার্টির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জনসভা শেষে র‍্যালিটি কুশরিয়া বাজার চত্বর থেকে আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়।