বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)
০৩ ডিসেম্বর, ২০২৫, 11:04 PM
গাজীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরে এক বিশাল গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপি এ গণদোয়ার আয়োজন করে। দোয়া শুরুর আগেই বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ গণদোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী। দোয়ার আগে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি এবং জামায়াতে ইসলামের গাজীপুর-২ আসনের প্রার্থী মুহাম্মদ হোসেন আলী।
এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আহমদ আলী রুশদি, অ্যাডভোকেট আব্দুস সালাম, হাসান আজমল ভূইয়া, হান্নান মিয়া হান্নু, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, হাসিবুর রহমান মুন্না, মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট নাসির উদ্দিন, আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম নিপু, শাহাদাত হোসেন শাহিন, অধ্যাপক নজরুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন, মাহমুদ হাসান রাজু, নাজমুল খন্দকার সুমন, বেলায়েত হোসেন, রোহানুজ্জামান শুক্কুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৬ সাল পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দেশের গণতন্ত্র, রাষ্ট্রগঠন ও আন্দোলন-সংগ্রামে অবদানের কথা স্মরণ করে বলেন—বাংলাদেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরও জানান, সারাদেশে দলমত নির্বিশেষে মানুষ বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন এবং বিশ্বব্যাপী মানবাধিকারকর্মী ও রাষ্ট্রপ্রধানরাও তার আরোগ্য কামনা করেছেন।
বক্তারা বেগম খালেদা জিয়াকে ‘বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক’ হিসেবে উল্লেখ করে বলেন, তাকে ভালোবাসা থেকে সাধারণ মানুষ রোজা রাখছেন, নফল নামাজ আদায় করছেন এবং দেশের ধর্মীয় স্থাপনাগুলোতে প্রার্থনা করছেন। তারা আরও দাবি করেন, জাতীয় পর্যায় থেকেও বেগম খালেদা জিয়াকে দেশের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
গণদোয়া চলাকালে ভাওয়াল রাজবাড়ী মাঠে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মোনাজাতের সময় হাজারো মানুষের একসঙ্গে ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। অনেককে চোখের পানি ফেলতে দেখা যায়।