আলমগীর মোল্লা (গাজীপুর)
০৫ অক্টোবর, ২০২৫, 2:40 AM
গাজীপুরের কাপাসিয়া সনমানিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে ৪ অক্টোবর শনিবার বিকালে স্থানীয় চর সনমানিয়া সুরুজ আলী পন্ডিত প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসাইন, সনমানিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোদ্দাছির হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আইউবী বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ব্যাপক হারে গণ জোয়ার সৃষ্টি হয়েছে।
আগামী নির্বাচন জামায়াতের প্রার্থী বিজয়ী হলে আমরা কাপাসিয়াকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত আধুনিক, উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।