তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)
১৪ জানুয়ারি, ২০২৬, 10:38 AM
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র সাবেক চেয়ারপার্সন, রাজপথের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপি'র সাবেক সভাপতি, সাবেক সাংসদ, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান।
ধানের শীষের মনোনিত এম নাসের রহমানের সহধর্মিণী বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের এবং জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক এম এ মুহিত। এছাড়াও সদর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৩ নং কামালপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের অধিকার আদায়ে সংগ্রাম, পরিবারসহ ত্যাগ তিতিক্ষার স্মৃতিচারণে আবেগময় পরিবেশ সৃষ্টি হয়।
দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ, ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানে সকল শহীদসহ সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য মিজানুর রহমান, এডভোকেট সুনীল কুমার দাশ, বকশী মিছবাউর রহমান, মতিন বকস্, হেলু মিয়া, ফখরুল ইসলাম, মাহমুদুর রহমান, মাহবুব ইজদানী ইমরান, আবুল কালাম বেলাল, স্বাগত কিশোর দাস চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আয়াছ আহমদ, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজাসহ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থাপনা করেন মনোয়ার আহমেদ রহমান, সদস্য জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক পৌর বিএনপি।