কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)
৩০ অক্টোবর, ২০২৫, 1:59 AM
কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে বসুরহাট পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ, দলের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা বসুরহাট বাজারের হাই স্কুল সড়কে এসে জমায়েত হয়। এরপর সেখান থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমান রাজনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুল আমিন খান,বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
বক্তারা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি জনগণের দল, জনগণের সেবায় অতিতেও নিয়োজিত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।