কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)
১৩ জানুয়ারি, ২০২৬, 5:29 PM
কোম্পানীগঞ্জে চরএলাহী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিনের বিদায়ী সংবর্ধনা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাপক আয়োজন ও আবেগঘন পরিবেশে চরএলাহী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল উদ্দিনের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
চাকরি জীবনে বিভিন্ন উপজেলায় দায়িত্বশীল ভূমিকা রেখে চরএলাহী ইউনিয়নে দীর্ঘ ১৪ বছর ৪ মাস ৪ দিন সুনামের সঙ্গে কর্ম সম্পাদন করেন তিনি।
তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে নোয়াখালীর নয়টি উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হয়ে তাকে ক্রেস্ট প্রদান করেন। উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ কর্মকর্তা কল্যাণ তহবিল থেকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা-সংবর্ধনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আ ন ম সেলিম।
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, চরএলাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মায়া বেগম, সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জেলা শাখার সাবেক সভাপতি আনোয়ার হোসেন হেলাল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চরপার্বতী ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফখরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবদুল গফুরসহ বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ।