কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)
০৪ অক্টোবর, ২০২৫, 7:24 PM
কোম্পানীগঞ্জে এরশাদ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে চরকলমী এলাকা থেকে এরশাদ আলী (৩৮) নামে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে জনতা পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার রাতে এরশাদ ডাকাত পালিয়ে আছে এমন খবরে জনতা ডাকাত এরশাদকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এরশাদ ডাকাতকে পুলিশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এরশাদ গত শাসনামলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় ডাকাতি, চুরি, মাদক ব্যবসা, দাঙ্গা-হাঙ্গামা, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াতো। ৫ আগষ্ট পরবর্তী চরএলাহী বিএনপির নেতা মরহুম আবদুল মতিন তোতার ছেলেদের সাথে সখ্যতা গড়ে নব্য বিএনপি সাজে।
এরমধ্যে গত আগষ্টের ২১ তারিখে জাহানারা বেগম নামে চরএলাহীর বাসিন্দা এরশাদ ডাকাতসহ ৭ জনের নামোল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
ওই অভিযোগ সূত্রে জানা যায়, নুর ইসলাম নামে এক যুবক চরকলমি এলাকায় নারিকেল ডাব বিক্রি করতেন। এরশাদসহ কয়েকজন নুর ইসলামের কাছে দৈনিক ১ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে বাধা দেয়ায় এরশাদসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে ইদ্রিছ আলী নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে।
এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী শুক্রবার রাতে সে (এরশাদ) পালিয়ে আছে এমন খবরে একটি ঘর থেকে এলাকাবাসী এরশাদকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। এরআগে চাঁদাবাজিকে কেন্দ্র করে ইদ্রিছ আলী আহত হওয়ার ঘটনায় তার বৃদ্ধা মা জাহানারা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার বলেন, এরশাদের বিরুদ্ধে চুরি, মাদক, ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে। পুলিশ প্রহরায় এরশাদ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।