দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)
০২ অক্টোবর, ২০২৫, 9:54 PM
কৃষক দলের নতুন কমিটি গঠন
কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়নের কৃষক দলের ৭নং ওয়ার্ড(ইন্দাচুল্লী) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।বৃহস্পতিবার (২অক্টোবর) ইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি হারুণ অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন গুণধর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির মিয়া। সভায় সর্বসম্মতিক্রমে মোখলেছকে সভাপতি, রাকিবকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বক্তারা বলেন, কৃষক দল কৃষকের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা পালন করে কৃষকদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।