এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)
০৬ নভেম্বর, ২০২৫, 3:38 AM
কুড়িগ্রাম-২ আসনের প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে নির্বাচনী শুভেচ্ছা
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, এডভোকেট ইয়াসিন আলী ও নুর বখতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আতিকুর রহমান মুজাহিদ।
নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “কুড়িগ্রাম-০২ আসনের সম্মানিত প্রার্থী জামায়াতের এড. ইয়াসিন আংকেল, বিএনপি’র সোহেল হোসনাইন কায়কোবাদ ভাই ও নুর বখত হুজুরসহ সব প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ, আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে নীতি, ভ্রাতৃত্ব ও কুড়িগ্রামের উন্নয়নের প্রতিযোগিতা। সবার আগে কুড়িগ্রাম।”
ড. আতিক মুজাহিদের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতিও সৌজন্য প্রকাশের এমন উদার আচরণকে অনেকে বর্তমান রাজনীতিতে এক ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।
কুড়িগ্রামের তরুণ ছাত্রনেতা সাদিকুর রহমান সাদিক মন্তব্যে লেখেন, “ড. আতিক মুজাহিদের মতো উদার রাজনৈতিক নেতা কুড়িগ্রামবাসীর জন্য এক গৌরব। দলমতের ঊর্ধ্বে উঠে তিনি সবার আগে কুড়িগ্রামকে ভেবেছেন এবং প্রতিপক্ষকেও সম্মান জানানোর অসাধারণ উদারতা দেখিয়েছেন।”
তিনি আরও বলেন—“আমরা এমন একজন নেতাকেই কুড়িগ্রামের নেতৃত্বে দেখতে চাই, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে নিজের এলাকার প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে কাজ করবেন।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আগেই এ ধরনের সৌজন্যতা ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে, যা কুড়িগ্রামের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।