এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)
১৪ নভেম্বর, ২০২৫, 8:13 PM
কুড়িগ্রামে প্রশাসনকে কলার পাতায় লেখা নবান্ন উৎসবের নিমন্ত্রণ পত্র প্রদান
কুড়িগ্রামে বাঙালির ঐতিহ্য তুলে ধরতে অভিনব উদ্যোগ হিসেবে প্রশাসনকে কলার পাতায় লেখা নবান্ন উৎসবের দাওয়াতপত্র প্রদান করেছে “রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন” কুড়িগ্রাম জেলা শাখা।
আগামী ১লা অগ্রহায়ন ১৪৩২ বাংলা (১৬ নভেম্বর) রবিবার থেকে ধরলা ব্রিজসংলগ্ন এলাকায় নবান্ন উৎসব আয়োজনের লক্ষ্যেই এই বিশেষ আমন্ত্রণ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের হাতে কলার পাতায় লেখা নিমন্ত্রণ পত্র তুলে দেন সংগঠনটির আহ্বায়ক মোঃ মন্তাজ আলী ও সদস্য সচিব মোঃ রেজাউল করিম।
“রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন”–এর সদস্য সচিব মোঃ রেজাউল করিম জানান, কলার পাতায় নবান্ন উদযাপনের ঐতিহ্য বহু পুরোনো। নতুন ধানের চাল দিয়ে ভাত, পায়েস, পিঠা–পুলি পরিবেশন এবং কলার পাতায় বসে সবাই মিলে খাওয়া—এসবই বাঙালির গ্রামীণ সংস্কৃতির অংশ। তাই দাওয়াতপত্রও কলার পাতায় লেখার মাধ্যমে সেই ঐতিহ্যকে নতুনভাবে সামনে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “আমরা সকল অতিথিদের কলার পাতায় লেখা নিমন্ত্রণ পত্র দিচ্ছি। আশা করি বাঙালির ঐতিহ্যবাহী উৎসবে কলার পাতার দাওয়াতপত্র প্রচলন আবারও জনপ্রিয় হবে।” আসন্ন নবান্ন উৎসবকে ঘিরে কুড়িগ্রামজুড়ে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।