দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)
২০ অক্টোবর, ২০২৫, 1:02 AM
কিশোরগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য এমপি প্রার্থীর মতবিনিময় সভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জ -৩(করিমগঞ্জ ও তাড়াইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী হাফেজ প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার গুণধর ইউনিয়নের ৮নং ওয়ার্ড (ভাটিগাংগাটিয়া) ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন পযার্য়ের নেতাকর্মী সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ অক্টোবর সন্ধ্যায় ভাটিগাংগাটিয়া ফুটবল খেলার মাঠে ইসলামী আন্দোলন নেতা হারুন অর রশিদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী হাফেজ প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন করিমগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটির সভাপতি মো.রফিকুল ইসলাম ভূঁইয়া।এ সময় করিমগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন কমিটির সহ সভাপতি শাহাব উদ্দিন,গুণধর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটির সভাপতি মুফতি মাজহারুল ইসলাম নাঈম,সেক্রেটারী মোজাহিদুল ইসলাম,কামাল উদ্দিনসহ ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।